Cvoice24.com

বায়েজিদে পাহাড় কেটে জরিমানা গুনলেন ২১ ব্যক্তি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ২৬ সেপ্টেম্বর ২০২১
বায়েজিদে পাহাড় কেটে জরিমানা গুনলেন ২১ ব্যক্তি

নগরের বায়েজিদ থানার পূর্ব নাসিরাবাদের নাগিন পাহাড় কেটে স্থাপনা নির্মাণ ও কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় ছাড়পত্র ছাড়া বহুতল ভবন নির্মাণের দায়ে ২১ জনকে মোট ৩৪ লাখ ৮০ হাজার টাকা ক্ষতিপূরণ আরােপ করেছে চট্টগ্রাম মহানগর পরিবেশ অধিদপ্তর। 

রোববার (২৬ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর পরিচালক মােহাম্মদ নূরুল্লাহ নূরী এই জরিমানা করেন।

জরিমানা দণ্ডিত ব্যক্তিরা হলেন— মাে. শফিউল আলম, মাে. সাইফুদ্দিন, মােজ্জাম্মেল হক জাফর, মিসেস নিলুফার বেগমের পক্ষে মাে. সেলিম, মাে. আনােয়ার পাশা, বীর মুক্তিযােদ্ধা গাজী মীর আহম্মদ, নূরুল আবছার, মাহাবুবুল আলম, মােহাম্মদ তৌফিকুর রহমান, মাে. বােরহান উদ্দীন, মাে. ইকরামুল বাসার, তাহমিনা আফরােজ চৌধুরী, মােহাম্মদ শফি,  আহম্মদ মােস্তফা ফাহিম, ফজলুল রহমান, মাে. জাফর আলম, সাইদুল আলম ইফতি, ফিরােজ আহম্মদ, মােহাম্মদ মুছা, মাে. শফিউল আলম, এমদাদউল্লাহ।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মােহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, উপপরিচালক মিয়া মাহমুদুল হক, জুনিয়র কেমিস্ট মােহাম্মদ ছানােয়ার হােসেন ও পরিদর্শক মােহাম্মদ সাখাওয়াত হােসাইনের সমন্বয়ে একটি এনফোর্সমেন্ট টিম নাগিন পাহাড় কেটে স্থাপনা গড়ে তোলার বিষয়ে সরেজমিন তদন্ত করে, এর প্রাথমিক সত্যতা পাওয়ায় পাহাড় স্থাপনা নির্মাণকারীদের শুনানির নােটিশ প্রদান করা হয়। এতে ১৬ জন জনের বিরুদ্ধে ৩২ লাখ ৩০ হাজার টাকা ও ছাড়পত্রবিহীন বহুতল ভবন নির্মাণের দায়ে ৫ জনকে ২ লাখ ৫০ হাজার টাকা পরিবেশ ক্ষতিপূরণ আরােপ করা হয়।

-সিভয়েস/ওয়াইআর/এএ

সর্বশেষ

পাঠকপ্রিয়