Cvoice24.com

আগ্রাবাদে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ, চলছে তল্লাশি

প্রকাশিত: ০০:৪৫, ২৮ সেপ্টেম্বর ২০২১
আগ্রাবাদে ড্রেনে পড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিখোঁজ, চলছে তল্লাশি

সংগৃহীত।

গত মাসে মুরাদপুরে পানির স্রোতে খোলা ড্রেনে পড়ে সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ নিখোঁজের মাস পেরুতেই এবার আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

সাদিয়া নামে এ ছাত্রী সোমবার রাত সোয়া দশটার দিকে আগ্রাবাদ মাজার গেইট এলাকার ড্রেনে পড়ে যান। তাকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে থাকা আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. কফিল উদ্দিন সিভয়েসকে জানান, খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম উদ্ধারে রৌওনা দেয়। উদ্ধার অভিযান চলছে। একটি ডুবুরি দল, একটি স্পেশাল দলসহ মোট চারটি টিম উদ্ধারে কাজ করছে। উদ্ধার কাজে এক্সেবেটর নেয়া হচ্ছে।

নিখোঁজ সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর চার ভাই বোনের মধ্যে সবার বড়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া

মামার সঙ্গে আগ্রাবাদ শাহজালাল চশমা মার্কেটে চশমা কিনতে এসেছিলেন সেহেরীন। এসময় ফুটপাত ধরে হাটার সময় তিনি পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান। তাকে উদ্ধারে সঙ্গে থাকা মামা ড্রেনে ঝাপ দিলেও তিনি ব্যর্থ হয়ে উঠে আসেন৷

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, প্রায় দুই কিলো মিটার পর্যন্ত এ ড্রেন বারিক বিল্ডিং মোড় পর্যন্ত গেছে। কিছু জাগায় খোলা থাকলেও বেশিরভাগ স্থানে স্ল্যাব বসানো রয়েছে৷ এছাড়া পুরো ড্রেনজুড়ে ময়লাভর্তি। তাই নিখোঁজ কলেজ ছাত্রীকে উদ্ধারে বেগ পেতে হচ্ছে।  

এরআগে গতমাসে মুরাদপুরে ড্রেনে পড়ে এক সবজি বিক্রেতা নিখোঁজ হয়েছিলেন। গত একমাসের বেশি সময়েও তার খোঁজ মিলেনি৷ 

তারও আগে ২০২০ সালে হালিশহর ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় মহেশখালের পড়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছিল।

সর্বশেষ

পাঠকপ্রিয়