Cvoice24.com

৫ ঘণ্টা পর ড্রেনে মিললো নিখোঁজ ছাত্রীর মরদেহ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫১, ২৮ সেপ্টেম্বর ২০২১
৫ ঘণ্টা পর ড্রেনে মিললো নিখোঁজ ছাত্রীর মরদেহ

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাদিয়ার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

সোমবার দিবাগত রাত ৩ টা ১০ মিনিটে নিখোঁজের স্থান থেকে ৩০ গজ দূর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। এরআগে রাত সোয়া দশটার দিকে আগ্রাবাদ মাজার গেইট এলাকার ড্রেনে পড়ে যান সাদিয়া। 

বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার এসআই অর্ণব বড়ুয়া সিভয়েসকে বলেন, 'নিখোঁজের স্থান থেকে ৩০ গজ দূরে সাদিয়ার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এরপরও পাশ্ববর্তী ইসলামি ব্যাংক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখন মরদেহ ওই ছাত্রীর বাসা হালিশহরে নেওয়া হয়েছে।'

এরআগে রাতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সেহেরীন মাহবুব সাদিয়া মামার সঙ্গে আগ্রাবাদ শাহজালাল চশমা মার্কেটে চশমা কিনতে এসেছিলেন সাদিয়া। এসময় ফুটপাত ধরে হাটার সময় তিনি পা পিছলে খোলা ড্রেনে পড়ে যান। তাকে উদ্ধারের জন্য সঙ্গে থাকা মামা ড্রেনে ঝাপ দিলেও তিনি ব্যর্থ হয়ে উঠে আসেন৷

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. কফিল উদ্দিন সিভয়েসকে জানিয়েছেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, একটি স্পেশাল দলসহ মোট চারটি টিম উদ্ধারে কাজ করে টানা পাঁচ। উদ্ধার কাজে ব্যবহার করা হয় এক্সেবেটরও। 

নিহত সেহেরীন মাহবুব সাদিয়া (১৯) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর চার ভাই বোনের মধ্যে সবার বড়।

এরআগে গতমাসে মুরাদপুরে ড্রেনে পড়ে এক সবজি বিক্রেতা সালেহ আহমেদ নিখোঁজ হয়েছিলেন। গত একমাসের বেশি সময়েও তার খোঁজ মিলেনি৷ 

তারও আগে ২০২০ সালে হালিশহর ইসলামিয়া ব্রিকফিল্ড এলাকায় মহেশখালের পড়ে দুই কিশোরীর মৃত্যু হয়েছিল। 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়