Cvoice24.com

বেতনের দাবিতে ফের বিক্ষোভ, ‘ম্যাক্সি বাংলা’ গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৯, ১৬ অক্টোবর ২০২১
বেতনের দাবিতে ফের বিক্ষোভ, ‘ম্যাক্সি বাংলা’ গার্মেন্টস শ্রমিকদের ওপর হামলা

ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে ফের বিক্ষোভ করেছে ম্যাক্সি বাংলা সুয়েটার লিমিটেডের গার্মেন্টস শ্রমিকেরা। চলতি মাসসহ মোট তিন মাসের বকেয়া বেতনের দাবিতে তারা এ বিক্ষোভ করেন। এ সময় তাদের ওপর বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ করেন শ্রমিকেরা। শ্রমিকদের দাবি, হামলায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। 

শনিবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর তিনটা পর্যন্ত নগরের পাহাড়তলীর ইস্পাহানি রেল গেট সংলগ্ন আজম নগর এলাকার ম্যাক্সি বাংলা সুয়েটার লিমিটেডের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি চালায়। কারখানাটির একশো থেকে দেড়শ শ্রমিক বিক্ষোভে অংশ নেয়।  

ম্যাক্সি বাংলা সুয়েটার লিমিটেডের এক শ্রমিক বলেন, ‘আমরা বকেয়া বেতনের দাবিতে শেষ বার যখন বিক্ষোভ করেছিলাম তখন আমাদের বলা হয়, এ মাসের ১৪ তারিখ ও ২০ তারিখ বেতনে দেয়া হবে। আমাদের তখন দুই মাসের বেতন বাকি ছিলো তাই এই দুটো তারিখ দেয়া হয়। কিন্ত পরে আমরা ১৪ তারিখ এলে বেতন দেয়নি। এর মধ্যে ১৫ তারিখ আমাদের বলা হয় গার্মেন্টস নাকি বন্ধ।’

তিনি আরও বলেন, ‘মালিক পক্ষ আমাদের বেতন দিবে বললেও সে কথা রাখেনি। আমাদের সঙ্গে দেখাও করছে না। দেখা করার অনেক চেষ্টা করছি কিন্তু তিনি নেই। বাসায়ও আমরা গিয়েছি সেখানেও পাইনি। সেখানকার স্থানীয় লোকজন বলছেন, তিনি নাকি বাড়ি চলে গেছেন। আমদের ঘর ভাড়া থেকে শুরু করে অনেক টাকা বাকি রয়েছে। এই অবস্থায় আমরা কোথায় যাবো কি করবো?’ 

‘আজ আমাদের ওপর বহিরাগত সন্ত্রাসী দ্বারা আক্রমণ করা হয়েছে। আমাকে মেরেছে। আমাকে মারার সময় বাঁচাতে এলে মহিলাদের কেউ তারা মেরেছে। প্রায় বিশ-পঁচিশ জন লোক আমাদের ওপর আক্রমণ চালায়।’ —যোগ করেন এ শ্রমিক। 

এ বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের মোবাইল টিম গিয়েছিলো। বেতনের দাবিতে আজকেও বিক্ষোভ হয়েছে। তবে বিষয়টি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দেখছে এখন।’ 

এ ব্যাপারে ম্যাক্সি বাংলা সুয়েটার লিমিটেডের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি (০১৮......২২) বন্ধ পাওয়া যায়।

-সিভয়েস/ওয়াইআর

সর্বশেষ

পাঠকপ্রিয়