Cvoice24.com

নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে ‘ডেফোডিল ফুড’, চসিকের জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৭, ১৭ অক্টোবর ২০২১
নোংরা পরিবেশে খাদ্য তৈরি করে ‘ডেফোডিল ফুড’, চসিকের জরিমানা

নগরের কোতোয়ালী থানার স্টেশন রোড এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের খাদ্যপণ্য উৎপাদন করার দায়ে একটি কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৪ আগস্ট) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান চালান। 

এসময় উপস্থিত ছিলেন চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সার্বিক সহায়তায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী জানান, নগরের স্টেশন রোড এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ‘ডেফোডিল ফুড প্রডাক্টস’ কারখানাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

-সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়