Cvoice24.com

সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৯, ৩০ অক্টোবর ২০২১
সংঘর্ষের পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ চট্টগ্রাম মেডিকেল কলেজ

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কলেজ কর্তৃপক্ষ। একই সাথে সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষার্থীদের ছাত্রাবাস ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। 

শনিবার বিকেলে সাড়ে তিনটায় এ তথ্য নিশ্চিত করেন চমেক অধ্যক্ষ ডা. সাহেনা আক্তার। 

তিনি বলেন, কলেজের কাউন্সিলিং বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত কলেজ বন্ধ থাকবে। একই সঙ্গে ছাত্রবাসও আজ সন্ধ্যার মধ্যে খালি করতে বলা হয়েছে। 

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে ডা.সাহানা বলেন, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এরআগে শুক্রবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এবং আজ শনিবার সকাল নয়টায় দু দফায় চমেকে ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন আহত হয়। তারা হলেন— মাহফুজুল হক (২৩), নাইমুল ইসলাম (২০) এবং আকিব হোসেন (২০)।

এদের মধ্যে আকিব শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসন চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। আর মাহফুজ ও নাইমুল ইসলাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত।

এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতাল, কলেজ ক্যাম্পাস এবং প্রধান ছাত্র হোস্টেলজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়