Cvoice24.com

চট্টগ্রাম কারাগারের ৭ হাজার বন্দি টিকা পাবে কবে?

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৪, ২৪ নভেম্বর ২০২১
চট্টগ্রাম কারাগারের ৭ হাজার বন্দি টিকা পাবে কবে?

কারাগারে ওয়ার্ডের ভেতর বন্দিদের একটি দৃশ্য। ছবি : সংগৃহীত।

বিভিন্ন ক্যাটাগরিতে চট্টগ্রামের প্রায় অর্ধকোটি মানুষ টিকা পেলেও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাত হাজার কারাবন্দি এখনো টিকার আওতায় আসেনি। অথচ এখন সুরক্ষা অ্যাপে ১৮ বছরের বেশি বয়সীরা নিবন্ধন করতে পারছেন। কবে নাগাদ পাওয়া যেতে পারে সে সম্পর্কেও সুনির্দিষ্ট কোন তথ্য নেই স্বাস্থ্য বিভাগ কিংবা কারা কর্তৃপক্ষ কারো কাছে। যদিওবা দেশের ৮৩ হাজার কারাবন্দিকে একসঙ্গে টিকার আওতায় আনার পরিকল্পনা ছিল কারা অধিদপ্তরের। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত চিঠি দিয়েছিল সরকারি সংস্থাটি।

কারা কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, চট্টগ্রাম কারাগারে বর্তমানে ( ২৩ নভেম্বর পর্যন্ত) ৭ হাজারের মতো বন্দি রয়েছেন। এর মধ্যে হাজারের উপর রয়েছে সাজাপ্রাপ্ত কয়েদি এবং বাকিরা সবাই হাজতি। যাদের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়নি কেউ। করোনা সংক্রমণ ঠেকাতে কারাগারের জন্য যারা বাজার করেন তাদের কারাগারের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। বন্ধ রয়েছে আত্বীয়-স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাতও। এছাড়া নিয়মিত বন্দিদের চেক-আপ করার পাশাপাশি তাপমাত্রাও মেপে দেখা হয়। কারা অভ্যন্তরে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করেই নতুন হাজতিদের ওয়ার্ডে দেওয়া হয়। 

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান সিভয়েসকে বলেন, ‘এটা জাতীয় ব্যাপার। বন্দিদের কীভাবে টিকা দেওয়া হবে সে ব্যাপারে এখনও কোনো নির্দেশনা আসেনি। যখন সব কারা কারাগারের বন্দিদের টিকাদান কার্যক্রম শুরু হবে তখনই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার টিকার আওতায় আসবে।’

আবেদনের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের আবেদন এখনও প্রক্রিয়াধীন। প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে কারা কর্তৃপক্ষের নিকট নির্দেশনা আসলেই আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস হোসেন সিভয়েসকে বলেন, ‘আমরা বর্তমানে শিক্ষার্থীদের টিকার আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি। পাশাপাশি তৃতীয় লিঙ্গ, বেদে জনগোষ্ঠীকে টিকার আওতায় আনতে কাজ শুরু করেছি। ধাপে ধাপে কারাবন্দিদেরও টিকার আওতায় নিয়ে আসবো। সব জায়গায় একসঙ্গে টিকা প্রদান সম্ভব না হওয়ায় আমরা ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। কারাবন্দিদের টিকার জন্য আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি। কর্তৃপক্ষ নির্দেশনা দিলেই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

বিশেষ ব্যবস্থায় কারাবন্দিদের টিকার আওতায় আনতে কারা কর্তৃপক্ষের কোন আবেদন রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,‘আমি এখানে দায়িত্ব নিয়েছি প্রায় দুমাসের মতো। এসময়ের মধ্যে কোন আবেদন পাইনি। আবেদন পেলে যোগাযোগ করবো। তবে দেশের সব কারাগারের বন্দিদের টিকার আওতায় আনতে কারা অধিদপ্তর থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি আবেদন করা আছে।’

এদিকে গত সোমবার চট্টগ্রামে প্রথমবারের মতো টিকা নিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষ। বেদে সম্প্রদায়কেও টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী বৃহস্পতিবার তাদের দেড়শো মানুষকে টিকা দেওয়া হবে।

-সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়