Cvoice24.com

রাজস্বের ২৪ লাখ টাকা পকেটে ভরে দুদকের জালে কাস্টমসের দুই কর্মকর্তা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৮, ২৪ নভেম্বর ২০২১
রাজস্বের ২৪ লাখ টাকা পকেটে ভরে দুদকের জালে কাস্টমসের দুই কর্মকর্তা

দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম।

জালিয়াতির মাধ্যমে আমদানি করা মালামালের শুল্ক রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে নিজেদের পকেটে ভরলেন খোদ কাস্টম হাউসের দুই কর্মকর্তা। তাদের এ কাজে সহযোগিতা করেন সিএন্ডএফ এজেন্সি। এমন জালিয়াতির মাধ্যমে রাজস্বের ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাতের ঘটনায় দুই রাজস্ব কর্মকর্তাসহ চার জনের বিরুদ্বে মামলা করেছে দুদক।

বুধবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ মামলাটি দায়ের করা হয়।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ পরিচালক আবু সাঈদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার আসামির হলেন— নেপচুন ট্রেডিং এজেনন্সির মালিক ইকবাল হোসেন মজুমদার, বনলতা শিপিং এজেন্সির মালিক আব্দুল মান্নান চৌধুরী, সহকারি রাজস্ব কর্মকর্তা রবিউল ইসলাম মোল্লা ও রাজস্ব কর্মকর্তা নাছির উদ্দিন মাহমুদ খান।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও জাল জালিয়াতি কাগজ তৈরি করেন। নিজেরা লাভবান হওয়ার উদ্দেশ্যে ও অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে সরকারি ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করার দায়ে তাদের বিরুদ্বে মামলা রুজু করা হলো।

সর্বশেষ

পাঠকপ্রিয়