Cvoice24.com

৪১১ ক্যামেরায় সিএমপির নজরদারিতে থাকবে নগরের ৭০ স্পট

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৭, ২৫ নভেম্বর ২০২১
৪১১ ক্যামেরায় সিএমপির নজরদারিতে থাকবে নগরের ৭০ স্পট

সিএমপির কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ‘Eyes of CMP’

চট্টগ্রাম নগরে অপরাধ দমন ও নজরদারি বাড়াতে মেট্রোপলিটন এলাকার গুরুত্বপূর্ণ ৭০ স্পটে বসছে ৪১১ ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা। এছাড়াও গণপরিবহনে যাত্রীদের অটোমেটিক ভাড়া সম্পর্কে পরামর্শ দিবে ‘হ্যালো সিএমপি’ অ্যাপস।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে দামপাড়া পুলিশ লাইনস্থ মিডিয়া সেন্টারে এসব সিসি ক্যামরা ও গাড়ি ভাড়া সম্পর্কিত ডিজিটাল অ্যাপস’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

এসময় সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ দ্বারা সার্বক্ষণিক ‘Eyes of CMP’ এর মাধ্যমে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারির আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘৪১১টি সিসিটিভি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক নজরদারির মধ্যে থাকবে নগরের ৭০টি গুরুত্বপূর্ণ স্পট। এরমধ্যে ২টি টেকনিক্যাল টিম পর্যবেক্ষণে থাকবেন ২৪ ঘণ্টা। ১৫ দিনের ব্যাকআপ স্টোরেজ সম্পন্ন এই কন্ট্রোল রুমের ২টি টিমের একটি টিম ফিল্ডের টেকনিক্যাল ত্রুটিগুলো সংশোধনে নিয়োজিত থাকবে এবং অন্যটি মনিটরিং করবে কন্ট্রোল রুম থেকে।’

ভবিষ্যতে পুরো নগরকে সিসিটিভি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা এভাবে কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি। ভবিষ্যতে ফেইস রিকগনিশন ক্যামেরা সংযোজনের বিষয়টিও পরিকল্পনায় আছে।’ 

সিএমপি কমিশনার বলেন, ‘ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণেও সিসিটিভি ক্যামেরা ব্যবহারের উদ্যোগ নেয় হচ্ছে, যা হবে সম্পূর্ণ আলাদা কন্ট্রোল রুমের তত্ত্বাবধানে। নগরে অপরাধীদের অপরাধ হ্রাস করা, মামলা ডিটেকশন এবং জনদুর্ভোগ কমানোই আমাদের উদ্দেশ্য।’

বিভিন্ন জোন অনুযায়ী দায়িত্বে নিয়োজিত অফিসারদের সাথে পর্যালোচনা করে দীর্ঘ সময় নিয়ে অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে এই ক্যামেরাগুলো বসানো হয়েছে বলে যোগ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বাস ভাড়াসহ নানা কারণে যাত্রী হয়রানির সমস্যা থেকে জনদুর্ভোগের কথা চিন্তা করে যাত্রীসেবার লক্ষ্যে ‘হ্যালো সিএমপি’ অ্যাপসের আনুষ্ঠানিক উদ্বোধন ও ঘোষণা করেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। 

সর্বশেষ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের আইনশৃঙ্খলা বিষয়ে বিভিন্ন তথ্য আদান-প্রদানে সহোযোগিতার জন্যে নতুন মিডিয়া সেন্টার-এর উদ্বোধন করেন তিনি।

-সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়