Cvoice24.com

চট্টগ্রামে হাফ ভাড়া দাবির আন্দোলনে বাম ছাত্রনেতা আটকের দাবি

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ২৫ নভেম্বর ২০২১
চট্টগ্রামে হাফ ভাড়া দাবির আন্দোলনে বাম ছাত্রনেতা আটকের দাবি

চট্টগ্রামে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১টার দিকে নগরের দুই নম্বর গেইট এলাকায় বিক্ষোভ করে শিক্ষার্থীরা। সেখানে তাদের সঙ্গে যুক্ত হয় ছাত্র ফেডারেশন, ছাত্রফ্রন্টসহ কয়েকটি বাম ছাত্র সংগঠন। পরে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এদিকে আন্দোলন থেকে কয়েকজন নেতাকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বাম ছাত্র সংগঠনগুলো। তাদের অভিযোগ, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়ার দাবিতে তারা আন্দোলন করছিলেন। পরে মিছিল করতে চাইলে পুলিশ সেখান থেকে ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুর রুদ্র, নগর ছাত্র ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মিরাজসহ কয়েকজনকে আটক করেছে।

পাঁচলাইশ থানার এএসআই জাহাঙ্গীর সিভয়েসকে বলেন, রাস্তা অবরোধ করে তারা আন্দোলন করছিল। পুলিশ সেখান থেকে তাদের সরিয়ে দেয়। আন্দোলনের কারণে যান চলাচলে বাধা সৃষ্টি হয়। তাই রাস্তা থেকে সরে যেতে অনুরোধ করে তাদের সাথে বিষয়টি নিয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্যে আলোচনা হচ্ছে। 

-সিভয়েস/আইএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়