Cvoice24.com

চট্টগ্রাম, সোমবার ২৭ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

৬.০৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ০৫:৫৬, ২৬ নভেম্বর ২০২১
৬.০৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো চট্টগ্রাম

প্রতিকী ছবি।

চট্টগ্রামসহ সারা দেশে স্মরণকালের শক্তিশালী ভূমিকম্পে অনুভুত হয়েছে। 

শুক্রবার ভোর পৌণে ৬ টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয়৷ রিখটারস্কেলে যার মাত্রা ছিল ৬.৩। স্থায়ী ছিল ৪৩ সেকেন্ড। 

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিধ উজ্জ্বল কান্তি পাল সিভয়েসকে বলেন, 'ইন্ডিয়া মায়ানমার বর্ডারে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। যা রিক্টার স্কেলে ৬.০৩ মাত্রার। ভূমিকম্পটি চট্টগ্রাম থেকে কতদূরে ছিল এই ডিটেইলসটা আমরা এখনও পাইনি। কেবল রিক্টার স্কেলে মাপা হয়েছে।' 

ভূমিকম্পের স্থায়িত্ব কত ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা শুধু কয়েকটি ইনফরমেশন কালেক্ট করি। এরমধ্যে মাত্রা, উৎপত্তিস্থল এবং এটি কোন ক্যাটাগরি। আজকের এটি ছিল মাঝারি আকারের ভূমিকম্প। সামনে এ ধরনের আরও ছোটোখাটো ভূমিকম্পের আশংকা রয়েছে। '

যদিও ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক সংস্থা ইউএসজিএস’র ওয়েবসাইটে জানানো হয়, বাংলাদেশ সময় ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ড স্থায়ী ৫.৮ মাত্রার ভূমিকম্পটি সৃষ্টি হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে এ কম্পনের সৃষ্টি হয়।

এ ভূমিকম্পে ঘুমে থাকা লোকজন আতঙ্কে রাস্তায় থেকে বের হয়ে যায়। নামাজ শেষ করে মসজিদে থাকা মুসল্লীরা আজান দেওয়া শুরু করেন। চট্টগ্রামের কোথাও এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়