Cvoice24.com

উত্তর কাট্টলীতে ফার্নিচারের দোকানে আগুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১০:২৫, ৩০ নভেম্বর ২০২১
উত্তর কাট্টলীতে ফার্নিচারের দোকানে আগুন

প্রতীকি ছবি

চট্টগ্রাম মহানগরের উত্তর কাট্টলী এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। 

সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আগ্রাবাদ ফায়ার স্টেশন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক ফরিদ আহমেদ সিভয়েসকে বলেন, উত্তর কাট্টলী এলাকায় রাতে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। আগুন পাশে থাকা কয়েকটি বসত ঘরেও ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়