Cvoice24.com

চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত বিকালেই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ৩০ নভেম্বর ২০২১
চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত বিকালেই

চট্টগ্রামে নয় দফা দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা

রাজধানী ঢাকায় গণপরিবহনে হাফ ভাড়ার বিষয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়া হলেও চট্টগ্রামে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বিকালেই বৈঠকে বসছেন চট্টগ্রামের বাসমালিক সংগঠনের নেতারা।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল সিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ঢাকায় শুধুমাত্র বিআরটিসি বাসগুলো হাফ ভাড়া নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে গণপরিবহন মালিকপক্ষের কাছ থেকে এখনো কোন সিদ্ধান্ত আসেনি। তবে চট্টগ্রামে হাফ ভাড়ার বিষয়ে আমরা আজ বিকেলে গণপরিবহন মালিকদের নিয়ে একটা বৈঠক করব। তারপর এ বিষয়ে সিদ্ধান্ত নিব।

এদিকে ঢাকায় পরিবহন নেতাদের প্রেস ব্রিফিংয়ে শর্তসাপেক্ষে শুধুমাত্র ঢাকা নগরে গণপরিবহনে হাফ পাস এর বিরোধীতা করে সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ পাস এর দাবিতে আজও চট্টগ্রামে কর্মসূচি চলছে।

শিক্ষার্থীদের বক্তব্য চলমান আন্দোলনের সময়েই অনিরাপদ সড়কের হত্যাকান্ডের শিকার দুই শিক্ষার্থীর দ্রুত হত্যা বিচার করতে হবে এবং ৯ দফা দাবি মেনে নিতে হবে। একইসাথে সরকারকে প্রজ্ঞাপন জারি করে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস নিশ্চিত করতে হবে।

এর আগে হাফ ভাড়াসহ নয় দফা দাবিতে চট্টগ্রাম নগরের ওয়াসার মোড়ে বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা সড়কে অবস্থান করে আন্দোলনে নামে। গত ২৫ নভেম্বর থেকে চলমান আন্দোলন মাঝে দুইদিন বন্ধ ছিল। দাবি আদায় না হওয়ায় সোমবার (২৯ নভেম্বর) ফের আন্দোলনে নামে এসকল সাধারণ শিক্ষার্থীরা। 

এসময় নগরের ওয়াসার মোড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে নয় দফা দাবি প্ল্যাকার্ডে লিখে শিক্ষার্থীরা স্লোগান দেয়। সেইসাথে আন্দোলনে নটরডেমের শিক্ষার্থী নিহত নাঈম হত্যার বিচার চায় শিক্ষার্থীরা।

এদিকে রাজধানীতে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বাস মালিকরা হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এক্ষেত্রে কিছু শর্তও নির্ধারণ করা হয়েছে। আগামীকাল (১ ডিসেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) সড়ক পরিবহন মালিক সমিতি মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বিআরটিসি বাসে হাফ ভাড়া কার্যকরে দেওয়া শর্তগুলোর মতো বাস মালিক সমিতিও শর্ত আরোপ করছে। আর এই শর্তগুলো প্রায় একইরকম।

ভ্রমণকালে বিআরটিসি বাসের মতোই ব্যক্তি মালিকানাধীন বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবে। তবে ব্যক্তি মালিকানাধীন বাসে এ সুবিধা শুরু হবে সকাল ৮টায়, চলবে রাত ৮টা পর্যন্ত।

এছাড়াও ছুটির দিন হাফ ভাড়া কার্যকর হবে না। হাফ ভাড়া শুধু ঢাকায় সীমাবদ্ধ, অন্যান্য জেলার জন্য নয় বলে জানিয়েছেন খন্দকার এনায়েত উল্যাহ।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়