Cvoice24.com

‘পহেলা ডিসেম্বরকে’ মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি চসিক মেয়রের

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭, ১ ডিসেম্বর ২০২১
‘পহেলা ডিসেম্বরকে’ মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি চসিক মেয়রের

প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের আয়োজিত মানববন্ধন ও সমাবেশ

পহেলা ডিসেম্বরকে সরকারিভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। 

বুধবার (১ ডিসেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধাদের আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান সৃষ্টিকর্তার কৃপায় তাঁরা হয়তো আর ১০/১৫ বছর আমাদের মাঝে বেঁচে থাকবেন, নাও থাকতে পারেন। ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে ১১ সেক্টরে বীর মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে তাদের পরাস্ত করতে শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৬ ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি। মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হলে অবিলম্বে পহেলা ডিসেম্বরকে সরকারিভাবে ‘মুক্তিযোদ্ধা দিবস’ ঘোষণার বিকল্প নেই। এজন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক হতে হবে। 

তিনি আরো বলেন, বীর মুক্তিযোদ্ধারা আগে রাষ্ট্র সম্মান থেকে বঞ্চিত ছিল। জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে যথেষ্ট আন্তরিক। তিনি ক্ষমতায় আসার পর বীর মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান ‘গার্ড অব অনার’ দেয়ার প্রথা চালু করেছেন। মুক্তিযোদ্ধা ভাতা ২০ হাজার টাকায় উন্নীতকরণসহ তাদের চিকিৎসা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের চাকুরিসহ বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা দিয়ে যাচ্ছেন। এ কারণে বীর মুক্তিযোদ্ধারা আজ সর্বত্র সম্মানিত হচ্ছেন। মহান মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে বিগত ১২ বছরে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে গেছেন। আমরা সকলে সরকারের উন্নয়নের মহাসড়কে সামিল হলে আগামী ২০৪১ সালের আগেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।  

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদের সভাপতিত্বে ও সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন-সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরওয়ার কামাল দুলু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল হক চৌধুরী সৈয়দ, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম (যুদ্ধাহত), সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ.এফ আকবর খান, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন, জেলা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধ বোরহান উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম আলাউদ্দিন, সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ বদিউজ্জামান, চন্দনাইশ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরো, সাতকানিয়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এলএমজি, লোহাগাড়া কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আকতার আহমেদ সিকদার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মোঃ সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির আহবায়ক সাহেদ মুরাদ সাকু, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজীশ ইমরান, জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মশিউজ্জামান সিদ্দিকী পাভেল, সদস্য সচিব কামরুল হুদা পাভেল প্রমুখ।

মানববন্ধন-সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, থানা-উপজেলা সংসদের কমান্ডার, ডেপুটি কমান্ডার, সহকারী কমান্ডার, সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর ও জেলা কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।       

মানববন্ধনে মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ বলেন, কতিপয় দুস্কৃতিকারী ও ভূমিদস্যু সারাদেশে বধ্যভূমির জায়গা দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ধরে রাখতে বধ্যভূমিগুলোর সঠিক রক্ষনাবেক্ষণের পাশাপাশি মুক্তিযোদ্ধা কমপ্লেক্সগুলোর কাজ দৃশ্যমান করা জরুরী। ১৯৭১ সালে আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হানাদার বাহিনীকে বিতাড়িত করেছিলাম ঠিক সেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়ন করতে হবে। এ জন্য সকল বীর মুক্তিযোদ্ধাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে এগিয়ে আসতে হবে। একইসাথে বিজয়ের এ মাসে রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়