Cvoice24.com

শাহ আমানতে চতুর্থবারের চেষ্টায় বিমানের নিরাপদে অবতরণ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৫, ১ ডিসেম্বর ২০২১
শাহ আমানতে চতুর্থবারের চেষ্টায় বিমানের নিরাপদে অবতরণ

প্রতীকি ছবি

ল্যান্ডিং গিয়ার কাজ না করায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করতে না পারা বাংলাদেশ বিমানের ফ্লাইটটি চতুর্থবারের চেষ্টায় নিরাপদে অবতরণ করেছে।

বুধবার (১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে বিমানটি অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশের সহকারী ম্যানেজার ওমর ফারুক।

তিনি সিভয়েসকে বলেন, বিমানটি ৪২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দিলে সেটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সকলেই নিরাপদে আছে। কোন ধরনের সমস্যা হয়নি।

জানা গেছে, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ল্যান্ডিং গিয়ার আটকে যায়। ।

তিনবার চেষ্টা করেও তা নামতে পারেনি পাইলট। বিজি৬১৭ এর ওই ফ্লাইটে ৪২ জন যাত্রী ছিল।

এরআগে ল্যান্ডিং গিয়ার কাজ না করায় চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে অবতরণ করতে পারছিলো না বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। জরুরি অবতরণের জন্য প্রস্তুত রাখা হয়েছিল সংশ্লিষ্ট সবাইকে। 


 

সর্বশেষ

পাঠকপ্রিয়