Cvoice24.com

চসিকের পলিথিনমুক্ত বাজারে ফের পাওয়া গেল পলিথিন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৬, ৪ ডিসেম্বর ২০২১
চসিকের পলিথিনমুক্ত বাজারে ফের পাওয়া গেল পলিথিন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি, চকবাজার, কর্ণফুলী মার্কেটকে পলিথিনমুক্ত ঘোষণা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার পর এসব বাজারে পলিথিনের ব্যবহারও নিষিদ্ধ করে সংস্থাটি।

গেল ১ ডিসেম্বর থেকে বাজার তিনটি দিয়ে পলিথিনমুক্ত নগরের পথচলার সূচনা হয়। তবে প্রথম দিনেই সংস্থাটির নির্দেশনা না মেনে পলিথিন সংরক্ষণ করায় তিন দোকানিকে জরিমানার পরও শুধরায়নি।  আজ শনিবার ফের পলিথিন পাওয়া যাওয়ায় ৬ দোকানিকে ৪ হাজার ৭শ টাকা জরিমানা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। 

তিনি বলেন, দোকানে পলিথিনের ব্যবহার করায় এবং মূল্য তালিকা না টাঙানোর কারণে তাদের জরিমানা করা হয়েছে। পলিথিনমুক্ত বাজারগুলোতে চসিকের নজরদারি রয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়