Cvoice24.com

চট্টগ্রামে রেলওয়ের প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৯, ২৯ ডিসেম্বর ২০২১
চট্টগ্রামে রেলওয়ের প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্রতীকি ছবি

মালামাল কেনার নামে ৪৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের (সিআরবি) প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৯ ডিসেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন—রেলওয়ের পূর্ব (সিআরবি) হালিশহর ট্রেনিং সেন্টারের প্রাক্তন বৈদ্যুতিক প্রকৌশলী আনোয়ার হোসেন, বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী সদর (পূর্ব) তাকি আল যাওয়াল, এফএ এন্ড সিএওইয়ের কর্মচারী কামরুন নাহার, এসএসএইয়ের কর্মচারী শাহ আলম, এসএসএইয়ের আবুল কালাম আজাদ এবং মের্সাস অর্ণব এসোসিয়েটসয়ের মালিক চৌধুরী শরাফত করিম।

ই-টেন্ডারের মাধ্যমে ট্রেনের এসি কোচের জন্য চায়না থেকে কনসেন্ডার মটরসহ মালামাল কেনার নামে ৪৪ লাখ ৮ হাজার টাকা আত্মসাৎ করে মামলার আসামিরা। তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ও ১০৯ সহ ১৯৪৭ সালের দুর্নীতি দমন কমিশনের আইনের ৫ (২) ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৩২।

সর্বশেষ

পাঠকপ্রিয়