Cvoice24.com

হালিশহরে ক্রেনের তার ছিঁড়ে নির্মাণ শ্রমিক ‘আলোর’ জীবনের আলোই নিভে গেল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৫, ১৬ জানুয়ারি ২০২২
হালিশহরে ক্রেনের তার ছিঁড়ে নির্মাণ শ্রমিক ‘আলোর’ জীবনের আলোই নিভে গেল

ইনসেটে মৃত আলো

জীবিকার তাগিদে গ্রামের বাড়ি কুমিল্লা থেকে চট্টগ্রাম নগরে ছুটে এসেছেন দিনমজুর আলো (৪৫)। প্রতিদিনের মতো সকালে হালিশহরে নির্মাণ শ্রমিকের কাজে বের হন তিনি। কিন্তু কে জানতো তার ছিঁড়ে ক্রেনের আস্ত পাত্রটি তার মাথায় পড়ে আজকেই জীবনের আলো নিভে যাবে! 

রোববার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় হালিশহরের ১৭ নং ইসলামিয়া ব্রিকফিল্ড রোড গিয়াস ম্যানসন নামে নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের সময় ক্রেনের তার ছিঁড়ে শ্রমিক আলোর মাথায় পড়লে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের সহকর্মী জাহেদুল সিভয়েসকে বলেন, ‘ছাদ ঢালাইয়ের তিন ভাগের প্রায় দুই ভাগ কাজ শেষ হয়ে গেছে। আলো নিচে কড়াই করে মশলার মিক্সিং মেশিনে কংকর দেয়ার কাজ করছিল। উপরের উঠানোর সময় হঠাৎ ক্রেনের তার ছিড়ে মশলার মিক্সার বোঝাই পাত্রটি তার মাথায় পড়ে। সেখান থেকে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে আসার পর ডাক্তাররা বলতেছেন সে মারা গেছে। চট্টগ্রামে তার পরিবারের কেউ থাকে না, মরদেহ নিয়ে যেতে তার পরিবারের সদস্যদের কুমিল্লা থেকে আসতে বলা হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি তদন্ত মো. সাদিকুর রহমান সিভয়েসকে বলেন, ‘হালিশরের একটি ভবনের সাত তলার ছাদ ঢালাইয়ের সময় ক্রেনের তার ছিড়ে এক নির্মাণ শ্রমিকের মাথায় পড়লে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

-সিভয়েস/একে

সর্বশেষ

পাঠকপ্রিয়