Cvoice24.com

বাকলিয়ায় ইয়াবাসহ ‘মানবাধিকার কর্মী’ আটক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২২, ২৪ জানুয়ারি ২০২২
বাকলিয়ায় ইয়াবাসহ ‘মানবাধিকার কর্মী’ আটক

ইয়াবাসহ আটক নাছিবুর রহমান

চট্টগ্রামে ইয়াবা পাচারের সময় মো. নাছিবুর রহমান (৪৩) নামে এক ভুয়া মানবাধিকার কর্মীকে আটক করেছে র‌্যাব। 

রোববার (২৩ জানুয়ারি) রাত ৯টার দিকে নগরের বাকলিয়া এলাকার পাকা রাস্তার মাথায় বিশেষ চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করা হয়।

আটক মো. নাছিবুর রহমান ফরিদপরের গোয়াল চামুর এলাকার মৃত শফিউদ্দিনের ছেলে। 

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ল্যাপটপ, ল্যাপটপের চার্জার ও পাওয়ার ব্যাংকের ভেতরে লুকিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতেন তিনি। নিজেকে মানবাধিকার কর্মী বলে পরিচয় দিতেন তিনি।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মানবাধিকার কর্মী পরিচয়ে বিশেষ কায়দায় লুকিয়ে কক্সবাজার থেকে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসছিলেন। গতকাল তার কাছ থেকে ১০ লাখ ৮৯ হাজার টাকা মূল্যের ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়