Cvoice24.com

চট্টগ্রামে তাপমাত্রা কমে বৃষ্টি হবে কয়েক জায়গায়

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:১১, ২৬ জানুয়ারি ২০২২
চট্টগ্রামে তাপমাত্রা কমে বৃষ্টি হবে কয়েক জায়গায়

চট্টগ্রামের আবহাওয়া কিছুটা শুষ্ক থাকলেও তাপমাত্রা কমতে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে কয়েক জায়গায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২৬ জানুয়ারি) সকালে এ তথ্য জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ।

তিনি বলেন, ‘এ মাস পর্যন্ত শীত থাকবে। তারপর আগামী মাসের শুরু থেকে আবার গরম শুরু হতে পারে। এর মধ্যে দু’এক জায়গায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টি ও কুয়াশাও পড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।  আজ তাপমাত্রা কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সর্বনিম্ন ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা আরও কমবে। তবে সেরকম শীত অনুভূত হবে না। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে।’

এদিকে, গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ

পাঠকপ্রিয়