Cvoice24.com

টিকার সনদ ছাড়া খাবার বিক্রি, জরিমানা গুনলো আয়োজন-হোটেল জামান

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ২৬ জানুয়ারি ২০২২
টিকার সনদ ছাড়া খাবার বিক্রি, জরিমানা গুনলো আয়োজন-হোটেল জামান

জরিমানা গুনলো আয়োজন-হোটেল জামান।

গ্রাহকদের টিকা সনদ না দেখে খাবার পরিবেশন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাবার বিক্রি করায় দুই রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ জানুয়ারি) মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। 

অভিযানে আয়োজন রেস্তোরাকে ৩০ হাজার ও হোটেল জামানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অপর অভিযানে ষোলশহরের কর্ণফুলী কমপ্লেক্স মাকের্টে নিষিদ্ধ পলিথিন ব্যাগে পণ্যসামগ্রী বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানের মালিককে সাড়ে চার হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী জানান, টিকা সনদ না দেখে খাবার পরিবেশন এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি করায় মুরাদপুরের দুইটি রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানের মালিককে ৪ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়।

-সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়