Cvoice24.com

পথচারীকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ঝগড়া, এরপর ছিনতাই

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০৬, ২৬ জানুয়ারি ২০২২
পথচারীকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে ঝগড়া, এরপর ছিনতাই

কোতোয়ালীতে গ্রেপ্তার ছিনতাইকারীরা।

ব্যাংক ফেরত এক পথচারীকে ইচ্ছে করে ধাক্কা অজ্ঞাত যুবকের। এরপর ঝগড়া। একপর্যায়ে সুযোগ বুঝে অস্ত্র দেখিয়ে পকেটের এক লাখ টাকা হাতিয়ে নেয় সেই যুবক। ঘটনাটি গত সোমবার (২৪ জানুয়ারি) চট্টগ্রামের জুবলি রোডে। 

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পথচারীরর অভিযোগে অভিযান চালিয়ে ৭ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে নয়াবাজার ও টাইগারপাসের পলোগ্রাউন্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ ও একটি টিপ ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. রকি (২৪), রফিকুল ইসলাম বাপ্পি (২৭), মো. সাইফুল ইসলাম (৩০), মো. তৌহিদুল ইসলাম তপু(২৪), মো. জসিম উদ্দিন (২২), মো. সাহাবুদ্দিন (৩২) ও মো. তাজুল ইসলাম (৩৪)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, তারা পেশাদার ছিনতাইকারী। ইচ্ছে করে ঝগড়া বাঁধিয়ে কৌশলে তারা সবকিছু ছিনিয়ে নেয়। জুবলি রোডে ব্যাংক ফেরত এক পথচারীকে টার্গেট করে তারা এ ঘটনা ঘটায়। পরে অভিযোগ পেয়ে ছিনতাইয়ের কিছু টাকা ও অস্ত্রশস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সর্বশেষ

পাঠকপ্রিয়