Cvoice24.com

চৌমুহনীতে ৭৬০ টাকার তেল বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়, ভোক্তা অধিকারের অভিযানে ক্রেতা পেল গায়ের দামে

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:০১, ১৩ মে ২০২২
চৌমুহনীতে ৭৬০ টাকার তেল বিক্রি হচ্ছিল ৯৮৫ টাকায়, ভোক্তা অধিকারের অভিযানে ক্রেতা পেল গায়ের দামে

নগরের চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটের একটি দোকানে অভিযান চালিয়ে দুই হাজার ২শ’ লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান।

তিনি সিভয়েসকে বলেন, চৌমুহনী এলাকার কর্ণফুলী মার্কেটে  মজুমদার স্টোরে ৭৬০ টাকায় কেনা পুরনো তেল ৯৮৫ টাকায় বিক্রি করছিল। তাই দোকান মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ওই এলাকার রশিদ এন্ড ব্রাদার্সে এক লিটারের প্রায় ৩শ বোতল উদ্ধার করা হয়। এ কারণে দোকান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়