Cvoice24.com

টেরিবাজারে জামায়াত-শিবিরের অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৩, ১৭ মে ২০২২
টেরিবাজারে জামায়াত-শিবিরের অর্ধশত নেতাকর্মী গ্রেপ্তার

নগরের টেরিবাজার এলাকা থেকে কোতোয়ালী থানার আমির ফরিদুল আলমসহ জামায়াত-শিবিরের ৪৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) রাত ১০টার দিকে টেরিবাজার আল বয়ান হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— কোতোয়ালী থানা জামায়াতের আমির মো. ফরিদ আলম (৪৭), কোতোয়ালী থানা দক্ষিণ শাখা জামায়াতের প্রধান সমন্বয়কারী ফরিদ উদ্দীন (৪৪), বায়তুল সম্পাদক মো. নুরুল কবির (৬৫), দফতর সম্পাদক এমদাদ উল্ল্যাহ (৩৪), জামায়াতের রোকন সাইফুদ্দিন খালেদ (৩৫), জামায়াতের বক্সিরহাট শাখার সাধারণ সম্পাদক ও অর্থ জোগানদাতা আবুল মনছুর (৫০), টেরিবাজার শাখা জামায়াতের সভাপতি মো. হুমায়ুন কবির (৫০), টেরিবাজার কাটাপাহাড় শাখা জামায়াতের সভাপতি রাশেদুল করিম রাশেদ (৩৪), সহ-সভাপতি হাফেজ মো. তাজুল ইসলাম (৩৮) ও মোহাম্মদ ইসরাফিলসহ বাকি ৩৯ জন জামায়াতের কর্মী সমর্থক।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, জামায়াতের নেতাকর্মীরা টেরিবাজারের আল বয়ান হোটেলে গোপন বৈঠক করছিল। কোতোয়ালী থানা জামায়াতের আমিরসহ ১৭ জন পদধারী নেতা আছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে আসল অর্থ জোগানদাতা আবুল মনসুর পেশায় একজন ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত জামায়াত-শিবিরকে নানাভাবে অর্থায়ন করছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আদালতে রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।

-সিভয়েস/ডিসি

সর্বশেষ

পাঠকপ্রিয়