Cvoice24.com

চান্দগাঁওয়ে ১৮ লাখ টাকার আইস নিয়ে গ্রেপ্তার ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫৫, ১৮ মে ২০২২
চান্দগাঁওয়ে ১৮ লাখ টাকার আইস নিয়ে গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে ১৮৫ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা আইসের আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। 

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন— হামিদ হোসেন (২৮) ও ফারুক (৩৮)। এরমধ্যে হামিদ কক্সবাজারের টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার ও ফারুক চট্টগ্রামের বাদামতল এলাকার বাসিন্দা।

এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান সিভয়েসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে থাকে। পরে সেগুলো চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। গ্রেপ্তারের পর তল্লাশি করে তাদের কাছে ১৮৫ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।'


 

সর্বশেষ

পাঠকপ্রিয়