Cvoice24.com

চট্টগ্রামে তিন ছিনতাইকারীর ১৭ বছরের কারাদণ্ড

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৫, ১৮ মে ২০২২
চট্টগ্রামে তিন ছিনতাইকারীর ১৭ বছরের কারাদণ্ড

নগরের পাঁচলাইশে ছিনতাই করে পালানোর সময় অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে ১৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (১৮ মে) দুপুরে চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-৮ এর বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—নগরের হালিশহর থানার ছোটপুল কামাল সর্দার বাড়ির মো. সেলিমের ছেলে মো.আরিফ, নোয়াখালীর চর জব্বার থানার জোড়াখালি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. এনামুল হক ও ভোলা জেলার লালমোহন থানার মির্জা আলীর ছেলে শামসুদ্দিন।  

অস্ত্র ও কার্তুজ রাখার দায়ে এ দণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ। 

তিনি বলেন, অংকুর স্কুলের সামনে ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে ধরে পুলিশে দেয় স্থানীয়রা। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাঁচলাইশ থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় তাদের ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়