Cvoice24.com

ওয়ালটনের অর্থ আত্মসাৎ মামলা: গোডাউন থেকে জব্দ আরও ১৫ লাখ টাকার চোরাই মাল

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৬, ১৮ মে ২০২২
ওয়ালটনের অর্থ আত্মসাৎ মামলা: গোডাউন থেকে জব্দ আরও ১৫ লাখ টাকার চোরাই মাল

চট্টগ্রামে ওয়ালটনের অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার নুরজাহান বেগম থেকে আরও ১৫ লাখ ৪৫ হাজার ৯৩৮ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ মে) ডিসি হিল এলাকার কাননস্থ ফটিকছড়ি বিল্ডিংয়ের নিচ তলার গোডাউন থেকে এসব মালামাল  উদ্ধার করা হয়।

এর আগে, বিজ্ঞ আদালতের নির্দেশে নুরজাহান বেগমকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। 

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর দুইদিনের জিজ্ঞাসাবাদে নুরজাহান বেগম ওয়ালটনের চট্টগ্রামের বিভিন্ন ডিলারের আরও ১৫ লাখ ৪৫ হাজার ৯৩৮ টাকার মালামাল আত্মসাতের বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে ডিসি হিল এলাকার কাননস্থ ফটিকছড়ি বিল্ডিংয়ের নিচ তলা থেকে এল ই ডি টিউব, বোলিং লাইট, প্রিজম লাইট, লাক্সার সিরিজ, মুন লাইট, সার্কিট ব্রেকার, সার্ফেস পেনেল লাইট, সেইফ পিয়ানো সুইচ সকেট, পিপল সিরিজ, ফ্লাড লাইট, সুপ্রিম লাইট, পি ভি সি টেপ ও টেস্টারসহ ১৫ লাখ ৪৫ হাজার ৯৩৮ টাকার মালামাল উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার এসআই মো. মেহেদী হাসান সিভয়েসকে বলেন, নুরজাহান বেগমকে জিজ্ঞাসাবাদের পর এসব তথ্য বেরিয়ে আসে। মামলার তদন্ত অব্যাহত থাকবে।

উল্লেখ, গত ৩০ এপ্রিল চট্টগ্রামে ওয়ালটনের ৭৭ লাখ টাকার আত্মসাতের মামলায় নুরজাহান বেগমকে পাবনার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নগদ ৩২ লাখ ৮৯ হাজার টাকাসহ একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করে পুলিশ।

-সিভয়েস/ডিসি

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়