Cvoice24.com

অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে মিষ্টি বানায় সাধু মিষ্টি ভাণ্ডার, ম্যাজিস্টেটের হাতে ধরা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ২২ জুন ২০২২
অস্বাস্থ্যকর-নোংরা পরিবেশে মিষ্টি বানায় সাধু মিষ্টি ভাণ্ডার, ম্যাজিস্টেটের হাতে ধরা

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে মিষ্টি প্রস্তুত এবং কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরী রোডের রেলওয়ে সুপার মার্কেটের সাধু মিষ্টি ভাণ্ডারকে এক লাখ টাকা জরিমানা করেছে চসিকের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযান পরিচালনা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী।

এছাড়া একই অভিযানে অমরচাঁদ রোডের ফুটপাত ও রাস্তার উপর সাইকেল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ দোকানদারের বিরুদ্ধে মামলাসহ ৯ হাজার টাকা জরিমানা করা হয়। 

অপর এক অভিযানে নগরের মুরাদপুর থেকে মির্জাপুল পর্যন্ত রাস্তা ও ফুটপাতের উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে আরও ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলাসহ ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

সর্বশেষ

পাঠকপ্রিয়