Cvoice24.com

চান্দগাঁও এলাকায় হাতির দাঁতসহ দুইজন আটক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৩, ২৩ জুন ২০২২
চান্দগাঁও এলাকায় হাতির দাঁতসহ দুইজন আটক

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চান্দগাঁও এলাকা থেকে অবৈধভাবে ১টি হাতির দাঁত উদ্ধারসহ বন্যপ্রাণী হাতির দাঁত ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ জুন) রাত ৯টার দিকে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন টেকবাজার রেলক্রসিং এলাকার চার তলা একটি বিল্ডিংয়ের ২৪ নম্বর কক্ষের ভিতর থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- চট্টগ্রামের রাঙ্গুনীয়ার দক্ষিণ পদুয়া এলাকার মো. মোস্তফা ছেলে মো. শহিদুল আলম অন্যজন লক্ষ্মীপুরের রামগতি এলাকার মৃত তফছির আহম্মদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে চান্দগাঁও এলাকার একটি চার তলা বিল্ডিংয়ে অভিযান চালালে অবৈধভাবে ৩ কেজি ৪০০ গ্রাম ওজনের হাতির দাঁতসহ দুই জনকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাতির দাঁত বিক্রির বিষয়টি স্বীকার করে। 

তিনি আরও বলেন, তার র্দীঘদিন যাবত এই অবৈধ ব্যবসার সাথে জড়িত। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় হাতির দাঁত ক্রয়-বিক্রয়ের কাজ করতো।

উদ্ধারকৃত হাতির দাঁতের আনুমানিক মূল্য ২৫ লক্ষ টাকা। গ্রেপ্তারের পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

পাঠকপ্রিয়