Cvoice24.com

চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম থেকে ফুটে বের হলো ১১টি অজগরের বাচ্চা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:১১, ২৪ জুন ২০২২
চট্টগ্রাম চিড়িয়াখানায় ডিম থেকে ফুটে বের হলো ১১টি অজগরের বাচ্চা

চট্টগ্রাম চিড়িয়াখানায় ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে ফুটে বের হয়েছে ১১টি অজগরের বাচ্চা। বুধবার (২২ জুন) তৃতীয়বারের মতো প্রায় ৬৫ দিন ধরে হাতে তৈরি ইনকিউবেটরে রাখা ১৫টি ডিম থেকে এসব বাচ্চা ফুটেছে।  

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. মো. শাহাদাত হোসেন শুভ সিভয়েসকে বলেন,  ‘তৃতীয় বারের মতো হাতে তৈরি ইনকিউবেটরে ফুটল অজগড়ের বাচ্চা। মোট ১১ টি বাচ্চা প্রায় ৬৫ দিন পর ডিম থেকে ফুটে বের হয়। ১৫টি ডিম থেকে ১১টি ডিম ফুটে বাচ্চা হয়েছে। বাকি চারটি ডিম নষ্ট হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাচ্চাগুলোর চামড়া বদলাতে প্রায় ১৫ দিন সময় লাগবে। এরপর খাওয়া-দাওয়া শুরু করবে তারা। তারপর ডিসি (জেলা প্রশাসক) স্যারের নির্দেশনায় বনে অবমুক্ত করা হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের জুনে প্রথমবার হাতে তৈরি ইনকিউবেটরে ডিম থেকে অজগরের ২৫টি বাচ্চা ফোটানো হয়। দ্বিতীয়বার ২০২১ সালে আরও ২৮টি বাচ্চা ফোটানো হয়। চামড়া বদলের পর সেগুলোকে সীতাকুণ্ডের গভীর বনে অবমুক্ত করা হয়।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়