Cvoice24.com

খুলশীতে নবম শ্রেণীর ছাত্রীর রক্ত ঝরালো অষ্টম শ্রেণীর ছাত্রী, স্কুল থেকে বহিষ্কার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৩৬, ২ জুলাই ২০২২
খুলশীতে নবম শ্রেণীর ছাত্রীর রক্ত ঝরালো অষ্টম শ্রেণীর ছাত্রী, স্কুল থেকে বহিষ্কার

ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের খুলশীর একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর এক ছাত্রীর বিরুদ্ধে নবম শ্রেণীর আরেক ছাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে। 

শনিবার (২ জুলাই) দুপুরে নগরের খুলশী থানার ওয়্যারলেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা জানিয়েছে, অভিযুক্ত ওই ছাত্রী অষ্টম শ্রেণিতে পড়ে। বিদ্যালয়ে অবস্থানকালে নবম শ্রেণির আরেক ছাত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। পরে নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইতে গেলে ছুরির মত দেখতে অস্ত্রের আঘাতে নবম শ্রেণির ছাত্রীকে ছুরিকাঘাতে আহত করে। পরে কপাল ফেটে যাওয়ায় তার কপালে দুই সেলাই করতে হয়। বর্তমানে ওই শিক্ষার্থী বাসায় অবস্থান করছে।

এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা সিভয়েসকে বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে যায়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় কাউন্সিলর বিষয়টি সমাধানের দায়িত্ব নিয়েছেন। পাশাপাশি অভিযুক্ত ওই ছাত্রীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করার কথা জানানো হয়েছে।’

চসিকের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী সিভয়েসকে বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে উভয় শিক্ষার্থীর পরিবারের সাথে একটি বৈঠক করেছি। বৈঠকে স্কুলের গভর্নিং বডির সদস্যরা অভিযুক্ত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

সর্বশেষ

পাঠকপ্রিয়