Cvoice24.com

হালিশহরে ময়লার স্তুপে মিলল নবজাতকের লাশ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৬, ২ জুলাই ২০২২
হালিশহরে ময়লার স্তুপে মিলল নবজাতকের লাশ

নবজাতকের লাশ উদ্ধারের পর দাফন প্রক্রিয়া সম্পন্ন করছে গাউসিয়া কমিটি।

নগরের দক্ষিণ হালিশহর এলাকায় ময়লার স্তুপ থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। 

শনিবার (২ জুলাই) বেলা ১টার দিকে দক্ষিণ হালিশহরের ৩৯ নম্বর ওয়ার্ডের আব্দুল মাবুদ সওদাগর বাড়ির ফজিলাতুন্নেছা চিকিৎসা ক্যাম্পের পাশে একটি ময়লার স্তুপে নবজাতকের লাশটি পাওয়া যায়। 

বন্দর মানবিক টিমের প্রধান গোলাম তাহের সিভয়েসকে বলেন, আজ বেলা ১টার দিকে আলী নেওয়াজ নামে আমাদের এক সদস্য প্রথমে লাশটি দেখতে পায়। পরে সে খবর দিলে আমাদের পুরো টিম ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে। আমরা শিশুটির গোসল ও কাফনের ব্যবস্থা করি। পরে আব্দুল মাবুদ সওদাগর বাড়ির সাধারণ সম্পাদক মুহাম্মদ আলী নেওয়াজের তত্ত্বাবধানে তাদের নিজস্ব কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

তিনি বলেন, শিশুটির কোন পরিচয় বা আত্মীয় স্বজনের খোঁজ আমরা পাইনি। আসলে এ ধরনের ঘটনায় পরিবারের কাউকে পাওয়া যায় না। শিশুর গায়ে আমরা কোন আঘাতের চিহ্ন দেখিনি। অনেকে জন্মের পর বাচ্চা ডাস্টবিনে ফেলে দেয়। এটাও তার ব্যতিক্রম নয় বলে আমরা ধারণা করছি।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়