Cvoice24.com

আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে আগুন

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০১, ১৮ আগস্ট ২০২২
আগ্রাবাদ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে আগুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিসের ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক সিভয়েসকে বলেন, ‘এটা একটা ছোট আগুনের ঘটনা ছিল। কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে নাই। আগুনের খবর পেয়ে আমাদের দুটি গাড়ি প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
 

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়