Cvoice24.com

চমেক হাসপাতালে এসি চুরি করতে গিয়ে কর্মচারীসহ আটক ২

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৯, ২২ সেপ্টেম্বর ২০২২
চমেক হাসপাতালে এসি চুরি করতে গিয়ে কর্মচারীসহ আটক ২

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এয়ার কন্ডিশনারের (এসি) যন্ত্রাংশ চুরির অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে  কর্মরত এক কর্মচারীসহ দুজনকে আটক করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাদের আটক করা হয়। 

আটক হাসপাতালের ওই কর্মচারীর নাম মিলন। অন্যজন হলেন নূর হোসেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান সিভয়েসকে বলেন, ‘গাইনি ওয়ার্ডের একটা এসির যন্ত্রাংশ নিয়ে যাচ্ছিল আমাদেরই এক কর্মচারী। সাথে একজন বহিরাগত ছিল। আমাদের অনুমোদন ছাড়া তো কোনো যন্ত্রাংশ বাইরে রেওয়ার সুযোগ নাই। বাইরে নেওয়ার পথে তাদের আটক করা হলে প্রথমে তারা নার্সদের কথা জানায়। পরে তাদের (নার্সদের) জিজ্ঞেস করলে তারা জানায় এ বিষয়ে কিছুই বলেনি। পরে আমাদের ওই কর্মচারীসহ বহিরাগত যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়