Cvoice24.com

সাগরিকার অবৈধ বাজার উচ্ছেদ করলো চসিক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৩৩, ২৬ সেপ্টেম্বর ২০২২
সাগরিকার অবৈধ বাজার উচ্ছেদ করলো চসিক

নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগানে অভিযান চালানো হয়।

নগরের সাগরিকা রোডের বিটাক মোড়ে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের প্রায় দেড় শতাধিক দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সোমবার (২৬ সেপ্টেম্বর) ভ্রাম্যমান আদালতের অভিযানে বাজার উচ্ছেদ করে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। 

এসময় সড়কের জায়গা দখল করে দোকান বর্ধিত করা ও নালার উপর অনুমোদন ছাড়া স্ল্যাব স্থাপনের দায়ে ৮ ব্যক্তিকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের নিবার্হী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। 

একই অভিযানে সাগরিকা শিল্প এলাকার সড়কে অবৈধভাবে পার্কিং করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুইটি টেইলার গাড়ি জব্দ করা হয়।

আরেক অভিযানে নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন বাড়ির ছাদ বাগানে অভিযান চালানো হয়। এসময় দুইটি বাড়ির ছাদ বাগানের টবে এডিশ মশার বংশ বিস্তারে জমাটবদ্ধ পানির উৎস পাওয়ায় ভবন মালিকসহ তিনজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন। 

অভিযানকালে ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ

পাঠকপ্রিয়