Cvoice24.com

সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের ভাই আর নেই  

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৪, ১ অক্টোবর ২০২২
সাবেক সিটি মেয়র আ জ ম নাছিরের ভাই আর নেই  

এ এ এম শাহাবুদ্দিন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের ভাই আন্দরকিল্লা ওয়ার্ডের সাবেক কমিশনার এ এ এম শাহাবুদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। 

শনিবার (১ অক্টোবর) সকালে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

আজ বাদে এশা কদম মোবারক শাহী জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, সুনীল সরকার, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শফর আলী, শেখ মোহাম্মদ ইছহাক, সাংগঠনিক নোমান আল মাহমুদ প্রমুখ।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ

পাঠকপ্রিয়