Cvoice24.com

এডিস মশা নির্মূলে চসিকের অভিযান, তিন ভবন মালিককে জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৩ অক্টোবর ২০২২
এডিস মশা নির্মূলে চসিকের অভিযান, তিন ভবন মালিককে জরিমানা

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা নির্মূলে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে ও ছাদ বাগানে এডিস মশার বংশ বিস্তারের উৎস পাওয়ায় তিন ভবন মালিককে  ১৩ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

সোমবার (৩ অক্টোবর) নগরের মোজাফ্ফর নগর, চন্দ্রনগর ও বায়েজিদ বোস্তামী রোড এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃতত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

অভিযানে মোজাফফর নগর এলাকায় পাইলিংয়ের কাদামাটি নালায় ফেলে পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়