Cvoice24.com

কর্ণফুলীর ৫ নম্বর ঘাট থেকে পঁচাগলা লাশ উদ্ধার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:০২, ২৫ নভেম্বর ২০২২
কর্ণফুলীর ৫ নম্বর ঘাট থেকে পঁচাগলা লাশ উদ্ধার

প্রতীকী

চট্টগ্রাম কর্ণফুলী নদীতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। লাশটি সম্পূর্ণ বস্ত্রহীন ও মুখসহ শরীরের বেশিরভাগ অংশেই পচে যাওয়ায় এখনো পরিচয় চিহ্নিত করতে পারেনি পুলিশ। 

শুক্রবার (২৫ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে নদীর ৫ নম্বর ঘাটের এস এ গ্রুপের ফ্যাক্টরি এলাকায় লাশটি ভেসে আসে। 

বিষয়টি নিশ্চিত করে সদরঘাট নৌ থানার ওসি মোহাম্মদ একরাম উল্লাহ সিভয়েসকে বলেন, বিকালে ৫ নম্বর ঘাটে একটি অর্ধগলিত লাশ পাওয়া যায়। লাশের শরীরে কোন কাপড় না থাকায় ও মুখের অংশ পচে যাওয়ায় আপাতত পরিচয় চিহ্নিত করা যাচ্ছে না। 

তিনি আরও বলেন, লাশটি উদ্ধার করে সুরতহালের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত ডিএনএ সংগ্রহ করে রাখা হবে। 

এছাড়াও বিগত কিছুদিনের মধ্যে কারো স্বজন নিখোঁজ হলে থানায় এসে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়