Cvoice24.com

চকলেট বিতরণে নেমেছে ছাত্রলীগ

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ৪ ডিসেম্বর ২০২২
চকলেট বিতরণে নেমেছে ছাত্রলীগ

চকলেট বিতরণ করছে ছাত্রলীগ কর্মীরা

মহানগর আওয়ামীলীগের সমাবেশ উপলক্ষে চকলেট বিতরণে নেমেছে চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ ও হাজী মোহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগ কমিটি। 

রবিবার (৪ ডিসেম্বর) নগরের সিআরবি এলাকায় চকলেট বিতরণ করছে ছাত্রলীগের সদস্যরা। 

জানা যায়, আওয়ামী লীগের অন্যরা অঙ্গ সংগঠনের মতো ছাত্রলীগ সদস্যরা ৫ লাখ চকলেট বিতরণ করছে সাধারণ মানুষের কাছে‌। দীর্ঘ সময় পায়ে হেঁটে তৃষ্ণার্ত অবস্থায় পানি না পেয়ে অনেকেই ছুটে যাচ্ছেন একটি চকলেটের আশায়। বড়দের পাশাপাশি ছোটরা মরিয়া হয়ে আনন্দ সাথে দাবি জানাচ্ছে, ‘আন্কেল একটা চকলেট দিন।’ 

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম সিভয়েসকে বলেন, আওয়ামী লীগের মহা জনসভায় নানার বয়সের নারী ও পুরুষ থেকে শুরু করে বাচ্চাদের ও আগমন হয়েছে। বিশেষত তাদের উদ্দেশ্য এই আয়োজন। 

এদিকে চট্টগ্রামের পোলাগ্রাউন্ড মাঠের পাশাপাশি সিআরবিতে জনসমাগম হয়েছে প্রায় হাজার তিন হাজারেও বেশি মানুষের

সর্বশেষ

পাঠকপ্রিয়