৫০ পিস বুলেট খোয়ালেন পুলিশ কনস্টেবল
সিভয়েস ডেস্ক

চট্টগ্রাম জেলা পুলিশ লাইন থেকে পুলিশ সুপার কার্যালয়ে যাওয়ার পথে এক কনস্টেবলের কাছ থেকে ৫০টি বুলেট খোয়া গেছে।
ছোটপোল চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্স থেকে ষোলশহর পুলিশ সুপারের কার্যালয়ে যাওয়ার পথে শফিকুল ইসলাম নামে ওই কনস্টেবল এসব বুলেটগুলো হারিয়ে ফেলেন। পরে ওই কনস্টেবল শুক্রবার সন্ধ্যায় ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শফিকুল ইসলাম নামে এক কনস্টেবলের কাছ থেকে কয়েকটি গুলি নিখোঁজ হয়েছে। আমরা গুলি খুঁজছি। মাঝে মাঝে আমাদের জিনিসপত্র হারিয়ে যাওয়ার ঘটনা ঘটতে পারে।’
সূত্র: নিউ এজ
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর