Cvoice24.com

প্রধানমন্ত্রীর কাছে রিকশাচালক মাঈন উদ্দীনের চাওয়া জিনিসপত্রের দাম কমুক

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৪:২৭, ৪ ডিসেম্বর ২০২২
প্রধানমন্ত্রীর কাছে রিকশাচালক মাঈন উদ্দীনের চাওয়া জিনিসপত্রের দাম কমুক

রিকশাচালক মাঈন উদ্দীন

রেলওয়ের পলোগ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের সমাবেশে প্রধানমন্ত্রীকে চোখের দেখা দেখতে এসেছেন রিকশাচালক মঈন উদ্দীন (৫৭)। রিকশা নিয়ে বের হওয়ার কারণ ভাড়া পাওয়ার চেয়েও প্রধানমন্ত্রীকে দেখা। প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা কী এমন প্রশ্নে এ রিকশাচালক বলেন, ‘আমাদের একটাই চাওয়া জিনিসপত্রের দাম কমুক। আমরা আর চলতে পারছিনা। প্রধানমন্ত্রীকে বলতে চাই- মাননীয় নেত্রী, আমরা জানি আপনি আমাদের কথা অনেক ভাবেন। তারপরও চাইবো আমরা যাতে দু'বেলা খেয়েদেয়ে বেঁচে থাকতে পারি।’

কথায় কথায় জানা যায় এসএসসি পাস এ রিকশাচালক জীবিকার তাগিদে রিকশা চালানো শুরু করেন। তার বাবাও আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী ছিলেন। বাবা নেই অনেক বছর তাও বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনিও আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। আগামীতেও তিনি আওয়ামী লীগকে ভোট দিতে চান।

এ রিকশাচালক আরও বলেন, ‘আমরা চাই শেখ হাসিনার সরকার বারবার আসুক। নেত্রীর কাছে আরও একটা চাওয়া আছে তা হলো নেত্রী যেন দুর্নীতিবাজদের চিহ্নিত করেন। এই দুর্নীতিবাজরাই প্রধানমন্ত্রীর নাম খারাপ করছেন। প্রধানমন্ত্রী যেন সব ধরনের জিনিসপত্রের দাম নাগালের ভেতরে রাখার চেষ্টা করেন।’

এদিকে পলোগ্রাউন্ড মাঠের জনসভায় প্রধানমন্ত্রী আসবেন বেলা আড়াইটার দিকে। এরপরই চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে তিনি ভাষণ দিবেন। ইতিমধ্যেই লাখ লাখ মানুষের আনাগোনায় কানায় কানায় ভর্তি সমাবেশস্থল। সকলের মুখে মুখে উচ্চারিত হচ্ছে জয় বাংলার স্লোগান।

সর্বশেষ

পাঠকপ্রিয়