Cvoice24.com

চসিকের সড়কে পাথর ইট বালুর স্তুপ, জরিমানা

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১০, ৫ ডিসেম্বর ২০২২
চসিকের সড়কে পাথর ইট বালুর স্তুপ, জরিমানা

নগরের বহদ্দারহাট ও আরকান সড়কের পাঠানিয়াগোদা এলাকার সড়কের উপর পাথর, বালু, ও ইটের স্তূপ করে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৫ ডিসেম্বর) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় তিনি ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল বিভিন্ন বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন। 

আরেক অভিযানে নগরের বায়েজিদ রোডের উভয়পাশের সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে ১০ জনকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানের নেতেৃত্ব দেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

এদিকে অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা দেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়