বগুড়ার দই তৈরি হয় বায়েজিদে, ভোক্তা অধিকারের হাতে ধরা
সিভয়েস প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া ঠিকানা ব্যবহার করে বগুড়ার দই তৈরি করায় বায়েজিদের সামাদপুর এলাকার জহির আলীর দইয়ের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় অবৈধভাবে ভেজাল জুস তৈরি করায় একই এলাকার এভারফ্রেশ এগ্রোকে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (৬ নভেম্বর) নগরের মুরাদপুর, আতুরার ডিপো ও বায়েজিদ এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ এবং ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির জন্য দোকানে সংরক্ষণ করায় নগরের মুরাদপুর এলাকার এস এস ফার্মেসীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে বগুড়ার দই তৈরি করায় বায়েজিদ থানাধীন সামাদপুর এলাকার জহির আলীর দইয়ের দোকানকে ২০ হাজারর টাকা জরিমানা করি। অবৈধভাবে ভেজাল জুস তৈরি করায় একই এলাকার এভারফ্রেস এগ্রোকে সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।