Cvoice24.com

চট্টগ্রাম, শুক্রবার ২৪ মার্চ ২০২৩

সময় ঘন্টা মিনিট সেকেন্ড

পতেঙ্গায় ঘাটে বাঁধা নৌকায় বিদেশি বিয়ার

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪০, ৩০ জানুয়ারি ২০২৩
পতেঙ্গায় ঘাটে বাঁধা নৌকায় বিদেশি বিয়ার

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে ঘাটে বাঁধা নৌকা থেকে পাঁচশত ক্যান বিদেশি বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। 

সোমবার (৩০ জানুয়ারি) ভোর ৫টায় অভিযানটি পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আব্দুর রহমান সিভয়েসকে বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত চরপাড়া ঘাট এলাকায় আজ ভোরে আমরা একটি বিশেষ অভিযান পরিচালনা করি। এসময় একটি ডিঙি নৌকায় কয়েকজন ব্যক্তিকে দেখা যায়। কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে নৌকাটি ঘাটে রেখে তারা দ্রুত লোকালয়ে পালিয়ে যায়। 

পরে নৌকাটি তল্লাশি করে পাঁচটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তায় ৫০০ ক্যান বিয়ার জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ার ও নৌকা পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়