Cvoice24.com

চমেকের হোস্টেলে ‘কর্তৃত্ব’ নিয়ে মারামারি, তালা ঝোলাল প্রশাসন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩
চমেকের হোস্টেলে ‘কর্তৃত্ব’ নিয়ে মারামারি, তালা ঝোলাল প্রশাসন

চট্টগ্রাম মেডিকেল কলেজের নাসিরাবাদের হোস্টেল অনিদিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মেস ম্যানেজার হওয়া নিয়ে দু’দফায় সংঘর্ষে জড়ানোয় বৃহস্পতিবার এক জরুরি বৈঠকে বসে এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে নির্দেশনা দেয়। একই দিন রাতেই গেটে তালা ঝুলিয়ে  দেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ড. সাহেনা আক্তার বলেন, বৈঠক থেকে বেরিয়ে তারা আবারও মারামারিতে জড়িয়েছে। বড় ধরনের সংঘাত এড়াতে সতর্কতাস্বরূপ অনিদিষ্টকালের জন্য হল বন্ধ করে দেওয়া হয়েছে।

এরআগে বুধবার নাসিরাবাদ হাউজিং সোসাইটির ২ নম্বর রোডস্থ হোস্টেলের মেস ম্যানেজার হওয়া নিয়ে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগের দুটি পক্ষ। পরে বৃহস্পতিবার বিকেলে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ডাকা হলে বৈঠক থেকে বেরিয়ে তারা আবারও সংঘর্ষে জড়ায়। এরপরই জরুরি বৈঠকে বসে চমেক কর্তৃপক্ষ। বৈঠকে সংঘাত এড়াতে অনিদিষ্টকালের জন্য ছাত্রাবাস বন্ধের সিদ্ধান্ত হয়।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়