Cvoice24.com

বায়েজিদে ডিবির অভিযান টের পেতেই ঘরে আসামির মৃত্যু

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫০, ৩ ফেব্রুয়ারি ২০২৩
বায়েজিদে ডিবির অভিযান টের পেতেই ঘরে আসামির মৃত্যু

নাছির উদ্দিন।

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলার আসামি হিসেবে নাছির উদ্দিন নামে এক ব্যক্তির সম্পৃক্ততা থাকায় গ্রেপ্তারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় আসামি নাছির ‘অসুস্থ’ হয়ে পড়ার পর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত নাছির নগরের বায়োজিদ বোস্তামি থানার পশ্চিম শহীদ নগর এলাকার মৃত বজল আহমদের ছেলে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে গ্রেপ্তারে তার নিজ বাড়ী পশ্চিম শহীদ নগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় স্থানীয়দের ইটপাটকেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা ডিবির অফিসার ইনচার্জ নুর আহমেদ।

তিনি বলেন, ‘চট্টগ্রামের ফঠিকছড়ি থানায় দায়ের হওয়া একটি গরু চুরির মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়। ওই আসামিদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নাছিরের নাম উঠে আসে। ফটিকছড়ি পুলিশের অনুরোধে ডিবির দল নাসিরকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায়।’

অভিযানের বর্ণনায় জেলা ডিবির অফিসার ইনচার্জ নুর আহমেদ সিভয়েসকে বলেন, ‘প্রথমে দরজা না খুলে পুলিশকে বাইরে এক ঘণ্টারও বেশি সময় ধরে দাঁড় করিয়ে রাখে নাছির। পরে ওই বাসা থেকে একজন মহিলা দরজা খুলে দেয় এবং আমাদের ভেতরে যেতে বলে। দরজা খোলার পর পুলিশ ভেতরে প্রবেশ করলে নাছিরও সামনে আসেন। পরে তাদের সামনের রুমে বসে নাছিরের সঙ্গে কথা হয়। তখন নাছির ও তার পরিবার জানায়, সে অসুস্থ। এখন পর্যন্ত দু’বার হৃদরোগে আক্রান্ত হয় এবং তার হার্টে রিং পড়ানো হয়েছে।’

‘পরে আমরা তাকে বলেছি, সে আমাদের সঙ্গে না এলেও যাতে সকালে বায়েজিদ থানায় গিয়ে হাজিরা দিয়ে আসে। তাদের ঘর থেকে বের হতেই স্থানীয়রা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে জেলা ডিবির একজন ও বায়েজিদ থানার একজন পুলিশ সদস্য আহত হয়েছে। আমরা সেখান থেকে চলে আসার পর সকালে জানতে পারি তিনি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে গিয়েছেন এবং সেখানে তার মৃত্যু হয়েছে’— যোগ করেন পুলিশের এ কর্মকর্তা। 

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস জাহান সিভয়েসকে বলেন, ‘ফটিকছড়ি থানায় গরু চুরির মামলায় নাছির উদ্দিনকে গ্রেপ্তার করতে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় আসামি নাছির অসুস্থবোধ করায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।’

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সিভয়েসকে জানান, ‘গ্রেপ্তার হওয়া আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দিতে নাছিরের নাম এসেছিল। তাই ফটিকছড়ির থানার অনুরোধে বায়েজিদ থানা পুলিশকে সঙ্গে নিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাত দেড়টার দিকে নাছিরের বাসায় অভিযানে যায়। সেখানে পুলিশের সঙ্গে নাছিরের কথাও হয়েছে। কিন্তু পুলিশ চলে আসার সময় স্থানীয়রা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তবে পরে জানতে পারি আসামি নাছির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।’

সর্বশেষ

পাঠকপ্রিয়