Cvoice24.com

বায়েজিদে ভেজাল প্রসাধনীর কারখানা, ম্যানেজারের জেল-জরিমানা 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ৫ ফেব্রুয়ারি ২০২৩
বায়েজিদে ভেজাল প্রসাধনীর কারখানা, ম্যানেজারের জেল-জরিমানা 

চট্টগ্রাম নগরের বায়েজিদে ‘জেবি কেয়ার বাংলাদেশ’ নামে একটি ভেজাল প্রসাধনীর কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল প্রসাধনী জব্দ করে কারখানার ম্যানেজারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের জেল ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বায়েজিদের শাহ হাবিবুল্লাহ রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দ প্রায় ৫ লাখ টাকার প্রসাধনী সামগ্রী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, গ্লিসারিন, ফেসওয়াস, সেক্সুয়াল ট্যাবলেট, ব্রেস্ট ক্রিম, ব্যথানাশক ক্রীমসহ বিভিন্ন ভেজাল প্রশাধনী সামগ্রী জব্দ করা হয়। এছাড়া বিভিন্ন সাবানে বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই লোগো ব্যবহার, নোংরা এবং অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীনভাবে এসকল পণ্য তৈরির দায়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ফ্যাক্টরির ম্যানেজার মো. খায়রুজ্জামান রাজুকে ১ বছরের কারাদণ্ড ও তিনজন শ্রমিককে বয়স বিবেচনা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, কারও বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার বা তদন্ত করার জন্য নির্দেশ দেওয়ার ক্ষমতা মোবাইল কোর্টের নাই। আমরা যাকে হাতে নাতে আটক করেছি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেহেতু মালিককে এখানে পাওয়া যায়নি; তাই মালিকের বিরুদ্ধে বায়েজিদ থানা পুলিশ নিয়মিত মামলার ব্যবস্থা নেবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রিয়াজউদ্দীন বাজারসহ অন্যান্য যে সকল বাজারে এগুলো বিক্রি হয় সেই সকল জায়গায়ও অভিযান চালানো হবে বলে জানান তিনি।

সর্বশেষ

পাঠকপ্রিয়