Cvoice24.com

১৫ মিলিমিটার বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা!

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৪, ২২ মার্চ ২০২৩
১৫ মিলিমিটার বৃষ্টিতেও চট্টগ্রামে জলাবদ্ধতা!

সামান্য বৃষ্টিতে নগরের বৃহত্তম পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

গত দু’দিন চট্টগ্রামের আকাশে নেমেছে চৈত্রের বর্ষা। আর বৃষ্টি হলেই পানির নিচে চট্টগ্রাম। সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরের বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল। এ নতুন কিছু নয়; বরং প্রতি বছরেরই চিত্র। চট্টগ্রামে ‘বৃষ্টি আর জলাবদ্ধতা‘ যেন একসূত্রে গাঁথা। বর্ষা মৌসুম ছাড়াও বৃষ্টিতে জলাবদ্ধতা থেকে রেহাই নেই নগরবাসীর। এবার মাত্র ১৫ মিলিমিটার বৃষ্টিতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে চট্টগ্রামে। 

বুধবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঝারি আকারের এ বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সামান্য এ বৃষ্টিতে নগরের বৃহত্তম পাইকারি কাঁচাবাজার রিয়াজউদ্দিন বাজার এলাকাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ছোট-বড় নালাগুলোর আবর্জনা অপসারণ না করায় সামান্য বৃষ্টিতেও এই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। 

নগরের পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়াবিদ ও পূর্বাভাস কর্মকর্তা সুমন সাহা সিভয়েসকে বলেন, ‘সকাল থেকেই চট্টগ্রাম নগরসহ আশেপাশের এলাকার আকাশ ছিল মেঘলা। দুপুর দেড়টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে শুরু করে। দুপুর ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঘন্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যায়। এসময় মাঝারি বৃষ্টিপাতও হয়, যা প্রায় ২০ মিনিট স্থায়ী ছিল।’ 

বৃষ্টিতে নগরের ষোলশহর দুই নম্বর গেট থেকে মুরাদপুরের দিকের সড়ক, আতরার ডিপো থেকে হামজারবাগ সিনেমা গলি, প্রবর্তক মোড়, চকবাজারের কাপাসগোলা, বাকলিয়া, রিয়াজউদ্দিন বাজার, বহদ্দারহাটের কিছু অংশসহ নগরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভোগান্তিতে পড়েন এসব এলাকায় বাসিন্দারা। এসব এলাকার ছোট ছোট নালায় আবজর্নায় আটকে থাকায় অলিগলি ছেড়ে সড়কেও পানি জমতে দেখা গেছে।

এ বিষয়ে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকতা আবুল হাশেমকে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী সিভয়েসকে বলেন, ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পের জন্য বাঁধ থাকায় কিছু কিছু এলাকায় পানি ওঠেছে। আমার এলাকার কিছু অংশে পানি উঠেছে তার কারণ হলো এখানকার একটা খালের চারটা অংশে বাঁধ দিয়ে রির্টানিং ওয়াল করা হচ্ছে। যে কারণে সেখানে একটু জলাবদ্ধতা দেখা দেয়। রিয়াজউদ্দিন বাজারসহ অন্যান্য এলাকার বিষয়টা নিয়ে এই মুহূর্তে মন্তব্য করতে পারবো না। বিষয়টা নিয়ে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ভালো বলতে পারবেন।’

একই বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস সিভয়েসকে বলেন, ‘রিয়াজউদ্দিন বাজার এলাকার আশপাশে আমাদের কোনো কাজ নেই। মাত্র ৩শ’ কিলোমিটার ড্রেনের কাজ আমরা করছি। বাকি ১৩শ’ কিলোমিটার ড্রেনের দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। ছোট ছোট নালাগুলো পরিস্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের। এগুলো পরিস্কার না হলে তো জলাবদ্ধতা হবেই।’

-সিভয়েস/এসআর

সর্বশেষ

পাঠকপ্রিয়