Cvoice24.com

মতি টাওয়ারে আগুন 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২৫ মার্চ ২০২৩
মতি টাওয়ারে আগুন 

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের চকবাজারে মতি টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। 

শনিবার (২৫ মার্চ) সকাল পৌনে ১০টার দিকে চকবাজার থানার মতি টাওয়ার নিচ তলায় একটি টেইলার্সে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন চন্দনপুরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম। তিনি সিভয়েসকে বলেন, মতি টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।
 

nagad

সর্বশেষ