লালদীঘি মাঠে ফিরছে জনসভা
সিভয়েস ডেস্ক

প্রায় সাড়ে চার বছর পর লালদীঘির ময়দানে ফিরছে রাজনৈতিক কর্মসূচি। আগামী ২৮ মে ঐতিহাসিক এ ময়দানে জনসভার আয়োজন করেছে নগর আওয়ামী লীগ। এদিন নেতাকর্মীদের ব্যানার, পোস্টার ও ফেস্টুনে ফিরবে লালদীঘির ময়দানের রাজনৈতিক সেই আবহ। জামাত-বিএনপিসহ সব অপশক্তির ষড়যন্ত্র-নৈরাজ্য ও হুমকির প্রতিবাদ জানাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী এ জনসভার আয়োজন।
দীর্ঘদিন থেকে ঐতিহাসিক এই লালদীঘির মাঠটি অবৈধভাবে দখল ও সংস্কারের অভাবে জৌলুস হারিয়ে একাংশে গড়ে উঠেছিল অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড এবং বছরের অন্যান্য সময়ে বসতো নানান ধরনের মেলা।
জাতির জনকের জন্মশতবর্ষ উপলক্ষে লালদীঘি ময়দানে ছয় দফা দাবির স্মৃতি সংরক্ষণে প্রকল্প নেয় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে কাজ শুরু হয়। এতে ব্যয় হয় ৪ কোটি ১৭ লাখ টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ ডিসেম্বর নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত জনসভায় চট্টগ্রামের অন্যান্য প্রকল্পের সঙ্গে ‘সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের লালদীঘি মাঠের ৬ দফা মঞ্চ ও মাঠ সংস্কারকাজ’ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের কাজের জন্য সাড়ে তিন বছর ধরে বন্ধ ছিল মাঠটি।